ঢাকা, বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪

পাহাড়িকা ট্রেনে বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল কুদ্দুছ লাঞ্ছিত

চট্টগ্রাম থেকে সিলেট গামী আন্তঃনগর  পাহাড়িকা ট্রেনে আজ ২৬ অক্টোবর রোজ  মঙ্গলবার কুমিল্লা থেকে আখাউড়া আসার পথে বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ আব্দুল কুদ্দুছ (৭০) পিতা মোঃ তোতা মিয়া  লাঞ্ছিত হয়েছে। পাহাড়িকা ট্রেনের কর্মরত টিটি তাকে টিকেট দেখানোর কথা বললে তিনি বলেন সময় সল্পতার কারণে টিকেট না কেনেই ট্রেনে উঠে যায় । এবং তিনি ন্যায্য ভাড়া দিতে চান কিন্তু টিটি তাকে জরিমানা সহ টাকা দিতে বলায় মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুছ নিজেকে মুক্তিযোদ্ধার পরিচয় দেন এবং কার্ড দেখান।  এতে করে টিটি রাগান্বিত হয়ে বীর মুক্তিযোদ্ধা আঃ কুদ্দুছ কে অকথ্য ভাষায় গালাগালি করে এবং এক পর্যায়ে টিটি মুক্তিযোদ্ধা আঃ কুদ্দুছকে বলে তোকে কে কার্ড দিয়েছে, তাকে  গিয়ে লাতি মার এই কার্ডে কোন কাজ হবে না এবং তোকেও লাততি মেরে নীচে ফেলে দিব।


মুক্তিযোদ্ধা আঃ কুদ্দুছ দৈনিক সময়ের আওয়াজ পত্রিকার স্টাফ রিপোর্টারকে সাক্ষাতে বলেন আমি একজন মুক্তিযোদ্ধা, সরকার আমাদেরকে সম্মান দিয়েছে কিন্তু আজকে পাহাড়িকা ট্রেনে টিটির আচরণে খুবই কষ্ট পেয়েছি,  মাননীয় প্রধানমন্ত্রী এবং মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের কাছে এর বিচার চাই। যাতে করে ভবিষ্যৎ এ কেউ যেন মুক্তিযোদ্ধারদের সাথে খারাপ আচরণ করতে না পারে। এবং তিনি বলেন আমার কাছ থেকে জরিমানাসহ ৩৭০ টাকা ভাড়া নিয়েছে এবং মুক্তিযোদ্ধার বলাতে অকথ্য ভাষায় গালাগালি করেছে।তিনি বলেন আমি অভিযোগ দেওয়ার জন্য আখাউড়া রেল জংশনে অফিস রুমে যাই কিন্তু  কর্মরত কোন  অফিসারকে সেখানে পাননি। মুক্তিযোদ্ধা আঃ কুদ্দুছ এর বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার দক্ষিণ লক্ষীপুর গ্রামে।

ads

Our Facebook Page